ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকো দিয়ে চলাচল

সিরাজগঞ্জে ইছামতি নদীর উপর  বিজ্রের অভাবে চরম জনদূর্ভোগ

সিরাজগঞ্জে ইছামতি নদীর উপর  বিজ্রের অভাবে চরম জনদূর্ভোগ

সিরাজগঞ্জের ইছামতি নদীর উপর একটি ব্রিজের অভাবে চরম দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। এ দূর্ভোগ লাঘবে প্রশাসনের কাছে ওই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের আবেদন করেও কাজ হয়নি। অবশেষে স্থানীয়রা নড়বড়ে বাশের সাঁকো দিয়ে চলাচল করছে দীর্ঘদিন ধরে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নদীটির পূর্বপাড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা ঘাট ও অপরপ্রান্তে রয়েছে বগুড়ার ধুনট উপজেলার খাটিয়ামারি। এ ঘাট দিয়েই ওই ২ উপজেলার বহু লোকজন চলাচল করে প্রতিদিন। এ গুরুত্বপূর্ণ ঘাট নামকস্থানে ওই নদীর উপর আজও নির্মাণ হয়নি ব্রিজ। এ কারণে জনদূর্ভোগ বেড়েই চলছে এলাকায়। স্থানীয়রা বলছেন, এ নদীর প্রসস্থতা কমে আসলেও গভীরতা রয়েঢছে অনেক।

স্বাধীনতার পর থেকে মন্ত্রী, এমপি ও স্থানীয় প্রশাসনের কাছে জনস্বার্থে ওই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের আবেদন করলেও কাজ হয়নি এবং ব্রিজ নির্মাণের পরিকল্পনায় ওই ঘাট এলাকায় স্থানীয় প্রশাসনের লোকজন মাপজোপ করেছিল। কিন্তু ওই নদীর উপর আজও ব্রিজ নির্মাণ হয়নি। অবশেষে স্থানীয়রা বাশের সাঁকো দিয়ে এ নদী পারাপার হচ্ছে। বর্ষার সময় এ নদীতে নৌকাযোগে চলাচল করতে হয় এবং পানি কমলে ওই সাঁকো দিয়ে চলাচল করতে হয়।

এ সাঁকো পারাপারে প্রতিনিয়ত ছোটবড় দুর্ঘটনা ঘটছে এবং যেকোন বড় ধরণের ধূর্ঘটনার আশংকা রয়েছে। বিশেষ করে জীবনঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকো দিয়ে এ নদী পারাপার হচ্ছে শিক্ষার্থীরা। সেইসাথে ছোটখাট ব্যবসায়ীসহ চরম দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। তবে বর্ষা মৌসুমে এ ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে ছোটখাট যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় কৃষকেরা বলছেন, ওই নদীর উভয়পাড়ে ফসলি জমি রয়েছে। এ জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ করা হয়। কিন্তু ওই নদীতে একটি ব্রিজের অভবে উৎপাদিত ফসল পারাপারে চরম দূর্ভোগ পোহাতে হয় এবং শিশুসহ বৃদ্ধরা চরম ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে। বিশেষ করে বিভিন্ন নির্বাচনের সময় প্রার্থীরা ওই নদীর উপর ব্রিজ নির্মাণের একাধিকবার আশ্বাস দেন। কিন্তু নির্বাচন পার হয়ে গেলে কেউ আর খোঁজ নিতে আসে না। আর আমাদের এ চরম দূর্ভোগ থেকেই যায়। এ বিষয়ে সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, ওই নদীর উপর অনুর্ধ্ব ১০০ মিটার ব্রিজ নির্মাণ প্রকল্প চলমান আছে। এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় একডালা দক্ষিণপাড়া ঘাট এলাকায় ৯৫ মিটার একটি ব্রিজ প্রস্তাবিত রয়েছে। অনুমোদন ও বরাদ্দ পাওয়া গেলে বিধিমতে সেখানে একটি ব্রিজ নির্মাণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

জনদূর্ভোগ,বিজ্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত